মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর ২০২৫ - ২১:০৮
মুফতি এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্যে শিয়া সম্প্রদায়ের প্রতিবাদ

শিয়া মুসলিমদের মধ্যে "বড় শিয়া" ও "ছোট শিয়া" নামে কোনো বিভাজন নেই। সম্প্রদায়ের নেতারা এটিকে সম্পূর্ণ কাল্পনিক ও অপবাদ হিসেবে আখ্যায়িত করেছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে মুফতি এনায়েতুল্লাহ আব্বাসীর সাম্প্রতিক বক্তব্যকে ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেছে শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। তারা বলেন, আব্বাসীর উত্থাপিত অভিযোগগুলো কেবল বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যেই করা হয়েছে।

প্রথমত, শিয়া মুসলিমদের মধ্যে "বড় শিয়া" ও "ছোট শিয়া" নামে কোনো বিভাজন নেই। সম্প্রদায়ের নেতারা এটিকে সম্পূর্ণ কাল্পনিক ও অপবাদ হিসেবে আখ্যায়িত করেছেন।

দ্বিতীয়ত, কোরআনে “সূরা বেলায়েত” নামে কোনো সূরা নেই বলে জানানো হয়েছে। শিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের দাবি বাস্তবতা বিবর্জিত। তারা উল্লেখ করেন, কোরআনকে রক্ষা করার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলার, তাই এর মধ্যে কোনো নতুন সূরা সংযোজনের অভিযোগ শুধু মিথ্যাই নয়, বরং মুসলিম উম্মাহর মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা।

এ প্রসঙ্গে শিয়া সম্প্রদায়ের নেতারা মুফতি আব্বাসীর উদ্দেশে বলেন, আপনার কাছে যদি এসব বিষয়ে কোনো দলিল-প্রমাণ থাকে, দয়া করে তা উপস্থাপন করুন। প্রমাণ ছাড়া গুরুতর অভিযোগ করা দায়িত্বজ্ঞানহীন কাজ এবং এটি সমাজে বিভ্রান্তি ছড়ায়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha